ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের ফ্রি-মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা ও আলোচনা সভা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে ৪৬তম প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ফ্রি-চিকিৎসাসেবা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি এন পির অর্থ-সম্পাদক ইন্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রোমান মিয়া,
প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাব সভাপতি ডাঃ কামরুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান কচি,
জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জহিরুল ইসলাম জহির।
এছাড়াও উপজেলা ও জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।