মোঃ ইখলাছুর রহমান,রংপুর প্রতিনিধি
রংপুরে বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট গোপালপুর গোমস্তাপাড়া গ্রামের লিমা খাতুন(১২)পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা খবর পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরের পর এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে যেয়ে মৃত লিমা খাতুনের মা মমিনা খাতুনের সঙ্গে কথা বললে তিনি সাংবাদিককে জানান, সকালে ওর বাবা ভ্যান ধরি কাজে বেড় হলে আমিও সাথে সাথে ভাটায় কাজ করতে যাই। দুপুরে বাড়িতে খাবার জন্য এসে দেখি আমার বুকের ধনটা ঘরের ভিতরে বাঁশের ভিমে ফাঁস দিয়ে ঝুলি আছে। আমার ছৈলটার মাথার একটু সমস্যা ছিল।মারা যাওয়া লিমা বিভিন্ন সময় কাউকে না বলি বাড়ি থেকে বের হয়ে যাইতো।ওকে খুঁজি খুঁজি আনবার লাগত।বাড়ির পাশে নদীতে গোসল করতে নামলে২থেকে ৩ ঘন্টা ধরি গোসল করতো। মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো। বিভিন্ন সময় মানুষের সুপারী গাছে চড়ি থাকতো। বাড়ির কারোও কথা শুনতো না নিজ মতো চলাফেরা করতো মেয়েটি।
ঐ গ্রামের সুবেদ আলী নামে এক ব্যাক্তি বলেন, লিমা খাতুনের মাথার সমস্যা ছিল। বাড়ি থেকে যখন তখন বেড় হয়ে যেত।আইজ হঠাৎ করি শুননো লিমা গলাত ফাঁস দিছে।খুব দুঃখজনক ঘটনা।
ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, আমার বাড়ির পাশে মেয়েটার বাড়ি। মেয়েরটার একটু মাথার সমস্যা ছিল। বাড়িতে কেউ ছিল না। আজ হঠাৎ করে কেন গলা ফাঁস দিলো কেউ বলতে পারি না।
দামোদরপুর ইউপি চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দিক জানান, আমি বিকেলে মেয়েটির গলায় ফাঁস দেওয়ার খবর পেয়ে পুলিশকে বিষয়টা বদরগঞ্জ থানা জানালে ঘটনাস্থলে পুলিশ আসে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।