আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে সবুর আলী মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়া পাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।
মারা যাওয়া সবুর আলী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের মৃত সোহরাব আলী মল্লিকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সবুর আলী মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। বার্ধক্য জনিত কারণে কানে কম শুনতেন তিনি।
রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর বাজার অতিক্রম করার সময় কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার এসআই শেখ শহিদুল ইসলাম বলেন, আমরা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি মারা যাওয়া ব্যক্তি কানে কম শুনতেন। আইনগত ব্যবস্থার মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।