সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

রাজবাড়ীতে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণের পর হত্যা ;৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত হয়েছে- জুলাই ১২, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধি।।

রাজবাড়ীতে তালাকাপ্রাপ্ত এক নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় এক নারীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের ওমর আলী প্রামাণিকের ছেলে রঞ্জুর হোসেন, একই গ্রামের আনছার দাই এর ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের মৃত জসিম সরদারের ছেলে মাসুদ রানা, এই গ্রামের মৃত গহর প্রামাণিকের ছেলে দেলোয়ার হোসেন, একই গ্রামের ছেকেন সরদারের ছেলে হজরত আলী, হাবাসপুর ইউনিয়নের জিয়েলগাড়ি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আশরাফ এবং কুষ্টিয়ার চরআমলাপাড়া গ্রামের গুলাই প্রামানিকের স্ত্রী জয়গুন বেগম। এদের মধ্যে রঞ্জুর হোসেন ও আশরাফ পলাতক রয়েছে।মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে আমেনা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পাংশা থানার পুলিশ। ঘটনার পরদিন ২৯ সেপ্টেম্বর তারিখে নিহতের ভাই আব্দুস সালাম পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে আমেনা খাতুনকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ছয়জন পুরুষ এবং ধর্ষণে সহযোগিতার জন্য জয়গুন বেগম এক নারীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে উল্লেখিত রায় ঘোষণা করেন।