সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে- মে ২৫, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধি।

রাজশাহীতে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ীর দুই নম্বর আমলী আদালতের বিচারক মো. ইকবাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো. জালাল উদ্দীন বিশ্বাস। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।

মামলার অভিযোগে বলা হয়, রাজশাহীর পুটিয়ায় বিএনপির জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের শামিল। এই অপরাধের জন্য বিএনপির পাঁচ নেতাসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস বলেন, ‌‘আমি যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার নেত্রীর নিরাপত্তা এবং সুষ্ঠু বিচারের দাদিতে বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেছি।

মামলার বিষয়ে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন বলেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাসের মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন। পরবর্তীত আদেশক্রমে ব্যবস্থা নেয়া হবে।