সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

রাজবাড়ীতে বিএনসিসি ক্যাডেটদের সপ্তাহব্যাপী ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- নভেম্বর ৯, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ৭ দিনব্যাপী ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাংশা সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট, খুলনা এর রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদুজ্জামান, বিজিবিএম, পিবিজিএম, আর্টিলারি এর সার্বিক তত্ত্বাবধানে পাংশা সরকারি কলেজে ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন ক্যাম্পিং- ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ব্যাটালিয়নের আওতাধীন ফরিদপুর, রাজবাড়ি, কুষ্টিয়া এবং মাগুরা জেলা হতে বিভিন্ন স্কুল, কলেজের ২৪১ জন বিএনসিসি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ নাহিদুজ্জামান, বিজিবিএম, পিবিজিএম, আর্টিলারি, রেজিমেন্ট কমান্ডার, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস,২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার প্রফেসর ক্যাডেট ড. মোঃ শাহিনুর রহমান সাবেক প্রো-ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী সহ আরো অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়ে প্রশিক্ষণ ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।