সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- ফেব্রুয়ারি ১৫, ২০২৪

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফজলুল শেখ (৩৮) কে মাদক সেবনের অপরাধে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফজলুল শেখ উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম এলাকার জিলাল শেখ এর ছেলে।

উপ পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, গতকাল রাত দেড়টায় কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা কামার মোড় এলাকা থেকে টাপেন্টাডল টেবলেট সেবন কালে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন। মাদক সেবনকারী কে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।