আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা লোকমান সরদার (৮৫)।
চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব জানান, নিজ বাড়ির পাশে মাঠে ছাগল চরাচ্ছিলেন বৃদ্ধ লোকমান সরদার। কিছুটা ক্লান্তি অনুভব করলে তিনি মাঠের পাশে ইটের রাস্তার ঢালুতে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় বালিবাহী একটি ড্রাম ট্রাক সেখানে এসে ব্যাক গিয়ারে দিয়ে পেছনের দিকে আসতে গিয়ে লোকমান সরদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকের চালকের সহকারী না থাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।