আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ৫ ডিসেম্বর বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা চত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এর সভাপতি উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল-আমিন হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ আরো অনেকেই।এ সময় উপজেলার ১ হাজার ১শত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককেই ৫ কেজি উপসী ধানের বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, সরকারিভাবে বিনামূল্যের এই বীজ ও সার কোন দোকানে বিক্রয়ের জন্য পাওয়া গেলে ঐ প্রতিষ্ঠান ও ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, যদি কোন ডিলারও সরকারের দেওয়া বিনামূল্যের বীজ ও সার বিক্রয় করেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।