বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর পরিচালিত সুন্দরবন রেজিমেন্ট, খুলনা এর তত্ত্বাবধানে ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৩ এর শুভ উদ্বোধন করেন ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন ড. মোঃ শাহিনুর রহমান, বিএনসিসিও।
২৪ বিএনসিসি ব্যাটালিয়ন, সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্ট, খুলনার আয়োজনে শনিবার ৪ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিকভাবে পাংশা সরকারি কলেজে এই ব্যাটালিয়ন ক্যাম্পিং এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের অর্ন্তঃগত ফরিদপুর, রাজবাড়ী, মাগুড়া ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৩ পরিচালনা করা হচ্ছে। যা ক্যাডেটদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা। দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং নেতৃত্বের গুনাবলী বিকাশে সহায়ক ভুমিকা পালন করবে। উক্ত ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদেরকে সামরিক, সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক বিষয়াদির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৩ এ ফরিদপুর, রাজবাড়ী, মাগুড়া ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিএনসিসিও, পিইউও, টিইউও, পুরুষ, মহিলা ও জুনিয়র ক্যাডেটসহ মোট ২৪২ জন অংশগ্রহণ করে। এছাড়াও সার্ভিস অফিসার, বিএনসিসিও, পিইউও, টিইউও ও সামরিক প্রশিক্ষকগণসহ মোট ৪০ জন উক্ত ক্যাম্পটি পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন ড. মোঃ শাহিনুর রহমান, বিএনসিসিও, ক্যাম্প এ্যাডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস, এএসসি ও ক্যাম্প উপ-অধিনায়ক প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী, বিএনসিসিও।
উক্ত ক্যাম্পিং আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে।