আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় “বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাংশার আয়োজনে ১৮ এবং ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কামাল আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন হোসেন প্রমূখ।