মোঃইমদাদুল হক রানা প্রতিনিধি
রাজবাড়ী জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে মালেশিয়া প্রবাসী রাকিব।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় সুলতানপুর ইউনিয়ন পরিষদে কয়েক শত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান , ইউনিয়ন পরিষদের সচীব মোঃ জহির উদ্দিন সহ ইউপি সদস্যবৃন্দ।
এদিকে এই শীতবস্ত্র পেয়ে সাধারন অসহায় মানুষের চোখে মুখে ফুটে উঠেছে হাসি। অনেকেই বলে আমরা এই শীতে শীতবস্ত্র পেয়ে খু্ব খুশি। আমরা সকলে তার জন্য দোয়া করি।
শীতবস্ত্র বিতরণ কালে মালেশিয়া প্রবাসী মিঃ রাকিব বলেন অসহায় মানুষের শীতের কষ্টের কথা ভেবে আমার এই শীত বস্ত্র বিতরন। আমি সমাজের বিত্তবানদের আহ্বান করবো সকলেই অসহায় মানুষের পাশে দাঁড়ান।