রামুর গর্জনিয়ায় সশস্ত্র সন্ত্রাসী আবছার বাহিনীর আক্রমণে ২ জন নিহত হয়েছে। আজ সোমবার রাত ১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদলের আক্রমণে নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উওর থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। নিহতরা সম্পর্কে পিতাপুত্র বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একাধিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে গর্জনিয়ায় সন্ত্রাসের ব্যাপক বিস্তার লাভ করেছে। গর্জনিয়া উওর থোয়াইগ্যাকাটা ঘোনারপাড়া এলাকার আবছার বাহিনী ত্রাসের রামরাজত্ব চালিয়ে আসছিল।ডাকাতি, খুন,গুম, অপহরণ,চাদাঁবাজির মত ভয়ংকর ক্রাইম সংঘটিত হয়েছে। মূলত মিয়ানমার থেকে এদেশে আসা ১০/১৫:বছর পূর্বে ঈদগড়,ঈদগাঁও ও বাইশারী এলাকার প্রায় অর্ধশতাধিক পেশাদার সন্ত্রাসী রয়েছে আবছার বাহিনীতে।তারা দীর্ঘ দিন ধরে অত্র অঞ্চলে ত্রাসের রাজস্ব কায়েম করে একের পর এক মানুষ খুন,গুম,অপহরণ ও বেপরোয়া চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে।এলাকার সচেতন মহল সহ ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামীর দ্রুত গ্রেপ্তার পূর্বক সুস্থ বিচারের দাবী জানান।