🗣️ আবু বক্কর সিদ্দিক:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার থেকে আন্জুমান পাড়া
রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তায় খোয়া বিছিয়ে রেখে টিকাদার উধাও। খোয়া রোলার না করায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি।বর্ষকালে পুরো রাস্তার জুড়ে মিনি পুকুরে পরিণত হয়েছে। ফলে ৩ ওয়ার্ডের মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি সংস্কারের নামে দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান খোয়া বিছিয়ে রেখেছে । প্রতিনিয়ত এ দুরবস্থা বিরাজ করলেও ঠিকাদার প্রতিষ্ঠান নানা অজুহাতে কাজ ফেলে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে প্রকল্পের তদারকি কর্তৃপক্ষেরও রয়েছে চরম উদাসীনতা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার মানুষজনকে বাধ্য হয়ে খোয়ার ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। সাইকেল, মোটরসাইকেল,ইজিবাইক, সিএনজি নিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমতাবস্থায় বিকল্প কোনো রাস্তা না থাকায় শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।
জানা যায়, দীর্ঘসময় ধরে পাকা রাস্তাটি সংস্কার করা হয়নি। যার কারণে রাস্তাটির এ বেহাল দশা। চলতি বছরে সংস্কারের উদ্দেশ্যে রাস্তাটি খনন করা হয়। কিছুদিন পরই রাস্তাটির সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। কবে নাগাদ রাস্তার কাজ শুরু হবে, এ বিষয়ে কিছু জানা নেই এলাকাবাসীর।
কথা হয় এক অটো রিকশাচালক এর সাথে তিনি জানান, এই রাস্তা দিয়ে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। আয় রোজগার করতে হবে, তাই প্রতিদিন রিকশা নিয়ে বের হতে হয়। রাস্তার কারণে রিকশারও অনেক সমস্যা হচ্ছে।
এলাকাবাসী জানান, অনেক বছর রাস্তার কোনো কাজ হয়না। এবার যখন কাজ শুরু হলো তখন আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ কাজ বন্ধ হওয়ায় আমাদের চলাফেরা করা খুব কঠিন হয়ে পড়েছে।
এক শিক্ষার্থী জানান, রাস্তার কাজ শুরু হয়ে থেমে গেলো। এ কেমন অবিচার? কাজ যদি চলমান থাকতো তাহলে আমরা এ দুর্ভোগ মেনে নিতাম। কিন্তু কাজ চলবেনা, আবার দুর্ভোগ পোহাতে হবে। এটা মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে আমাদের এই রাস্তাটি সংস্কার করা হোক এ দাবি রাখছি।
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন,পালংখালী ইউনিয়নে সরকারের উন্নয়নে ৪ টি রাস্তার সংস্কার কাজ চলমান।উক্ত রাস্তা সমুহে টিকাদারের গাফেলতির কারনে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।এতে স্থানিয় জনপ্রতিনিধি সহ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যাপক ক্ষতি সহ দুর্নাম হচ্ছে।তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ স্হানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন।