সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

শহরের গোদার পাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা, নিরবতায় পুলিশ ফাঁড়ি

প্রকাশিত হয়েছে- মার্চ ২৯, ২০২৪

আব্দু শুক্কুর, কক্সবাজার

*ঘরবাড়ি ভাংচুর ও দোকান লুটপাট।

*শহর পুলিশ ফাঁড়ির ভুমিকা প্রশ্নবিদ্ধ

কক্সবাজার পৌর শহরের ৫ নং ওয়ার্ড গোদারপাড়ায় মাদকাসক্ত সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৮টি বাড়ি ভাংচুর ও একটি দোকান লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সুত্রে জানা যায় কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ড গোদার পাড়া (ছোট গোদার পাড়া)  এলাকায় প্রায় সময় পার্শ্ববর্তী এসএম পাড়ার কয়েকজন মাদকাসক্ত সন্ত্রাসী যুবক এসে আড্ডা জমিয়ে মাদক সেবন ও মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এলাকার বসবাসকারীরা প্রতিরোধ করতে গেলে কয়েকদিন আগে এলাকাবাসীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। তার সুত্র ধরে ২৮শে মার্চ ২৪ইং বৃহস্পতিবার রাত অনুমানিক ৯টার দিকে এলাকার পুরুষরা যখন তারাবির নামাযে গিয়েছিল ঐ সময়  ২০/২৫  জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত ভাবে হামলা চালিয়ে ৮টি বসতবাড়ি ভাংচুর ও ১টি দোকান লুটপাট করে। হামলার সময় বাড়িতে থাকা মহিলারা বাধা দিতে চাইলে কয়েকজন মহিলাকে আঘাত করে সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান রাত ৯টার দিকে আকস্মিক ভাবে এসএম পাড়ার ২০/৩০ জন সন্ত্রাসী এসে এলাকার কিছু সংখ্যক বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। হামলা কারিদের মধ্যে কয়েকজন কে চেনা গেলেও রাতের অন্ধকার ও তাদের বেপরোয়া হামলার কারনে সকলকে সনাক্ত করা যায়নি। হামলার সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে খবর জানালে পুলিশ যাওয়ার খবর পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। হামলা কারিদের মধ্যে যাদের কে সনাক্ত করতে পেরেছে তারা হল এসএম পাড়ার মহিউদ্দিনের ছেলে আরফাত (১৯),জাহাঙ্গীরের ছেলে শামীম (১৯),মহিউদ্দিনের ছেলে রিয়াদ(২০)ও একই এলাকার ছেলে মুজিব (২৮)

ঘটনার বিষয়ে কক্সবাজার মডেল থানা থেকে জানতে চাইলে তারা জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে হবে।