রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস
আজ ২৩ শে অক্টোবর বুধবার, সকাল থেকে দিঘার আকাশ রোদ ঝলমলে, বুধবার সকাল থেকে দীঘার সমুদ্র পাড়ে ভীড় জমলেও, প্রশাসনের তরফ থেকে দীঘা দীঘা ছেড়ে চলে যাওয়ার নির্দেশিকা দিলেন। তাহারা মাইকিং করে সমুদ্রপাড় থেকে সমস্ত কে নিরাপদ স্থানে চলে যেতে বলেন। কিন্তু ভোর থেকে নির্দেশ উপেক্ষা করে সমুদ্রে জলকেলিতে ব্যস্ত পর্যটকরা।সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে পর্যটক সরানোর কাজে হাত লাগালো, মোতায়েন করেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও প্রশাসনিক বিভাগ,তুলে দেওয়া হল পর্যটকদের সমুদ্র থেকে, দীঘা ছাড়ার আগে সমুদ্রের স্মানে নামেছিলেন কয়েকশো পর্যটক। তাদের সমস্ত কে পাড়ে তুলে দেন। এবং বারবার মাইকিং করে নির্দেশিকা দেন দীঘা ছাড়ার জন্য।সমস্ত এলাকা ডিজাস্টার টিম ও প্রশাসনিক বিভাগ নজর রাখছেন। যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে।