আল আমিন হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
জামালপুরে সন্ত্রাসী হামলায় বকশীগঞ্জ উপজেলার বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পাংশা প্রেসক্লাবের আয়োজনে শহরের মালেকপ্লাজার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদকর্মীরা।
পাংশা প্রেসক্লাবের সভাপতি এস,এম,রাসেল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা,সহ সভাপতি আব্দুর রশিদ, শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহামুদ, প্রচার সম্পাদক মোঃ শাহিন রেজা, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির,এম এ জিন্নাহ,প্রমূখ।