সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সাংবাদিক পেয়ার আলীর জমিতে জোরপুর্বক হালচাষ,বাধা দিতে গেলে প্রাননাশের হুমকি 

প্রকাশিত হয়েছে- মে ৩১, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পিয়ার আলী কে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে জানা গেছে। জীবন রক্ষার তাগিদে উক্ত ভুক্ত ভুগি রানীশংকেল থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন।

সাংবাদিক পেয়ার আলীর তথ্যমতে- প্রতিবছরের ন্যায় ২০২২ সালের শ্রাবন মাসের ১০ তারিখে হুদু নামের এক ব্যক্তির কাছে ২১ হাজার টাকায় ১ বছরের জন্য ৭৮ শতক জমি খায়খালাসির কথা কথাপাকাপোক্ত করা হয়  এবং জমি নেওয়ার জন্য দীর্ঘদিন ঘুরতে থাকা রমজান আলী( ঢেকনা) টের পাইলে পরের দিন পেয়ার আলীর বাসায়  রাত ১০ টায় গিয়ে অনুরোধ করে বলেন আমি গরীব মানুষ/ অসহায় মানুষ আমাকে জমিটা এবছর খায়খেলাসি দেন এবং তার অনুরোধের মায়াজ্বালে পড়ে ওইদিন রাতে টাকা নিয়ে রমজান আলীকে(ঢেকনা) কে বলা হয় আগামী চিনা ধান কাটার পর জমি ছেরে দিতে হবে বলে টাকা গ্রহন করি আমি ও আমার মা | এদিকে হুদুর সাথে পুর্বের কথা পাকাপোক্ত থাকায় সে আবার পরেরদিন আমার বাসায় ৫ হাজার টাকা   দিয়ে যান এবং আমি ও আমার মা দুজনের মধ্যে ঝগড়া- বিবাদ না হয় এজন্য হুদু এবং ঢেকনাকে খায়খালাসি জমির অংশ দুভাগে ভাগ করে দিতে চাইলে ঢেকনা রাজি না হলে হুদুর দেওয়া ৫ হাজার টাকা বেক দেওয়া হয় এবং ঢেকনার কথায়  এবছর আমি জমিটা আবাদ করি সামনে বছর হুদুকে দিবেন |

ঢেকনার কথার পরিপ্রেক্ষিতে সবকিছু মেনে নিয়ে বছর শেষের দিকে ২০২৩ সালের ১০ মে ঢেকনা  চিনা ধান কাটার পুর্বে আমি আবার হুদুর কাছে ১ বছরের জন্য খায়খালাসি জমিটা দিয়ে দেয় এবং এতেই ঢেকনা তেলেবেগুনে জ্বলে উঠেন এবং মিথ্যা গুজব ছড়াতে থাকেন গ্রামে- গন্জে, হাটে -বাজারে সবাইকে বলে বেড়াচ্ছেন সে আমন ধানের ফসলসহ পাবে এবং জমিতে কাউকে চাষাবাদ করতে দিব না |

২৯ মে (সোমবার) দুপুর আনুমানিক ১ঘটিকায় আসামি মোঃরমজান আলী ঢেকনা(৩৪)পিতা : দবিরুল ইসলাম মংলু গ্রাম বাজে বকসা ৫নং বাচোর ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি ও তার দলবল নিয়ে ধারালো অস্ত্র সহ সাংবাদিক পিয়ার আলীর জমি জোর পূর্বক হাল চাষ দেন | এতে আসামি রমজান আলী সাংবাদিক পিয়ার আলীর বাসায় গিয়ে তার মাকে বলে আসেন আপনার জন্য তাকে বাচিয়ে রেখেছি |আপনি না থাকলে তাকে মেরে ফেলতাম এবং আরও অকথ্য গালিগালাজ হাতপা ভেংগে ফেলা সহ রাস্তায় একা পেলে মেরে ফেলার হুমকি দেয়। এলাকা সুত্রে জানা যায় উক্ত আসামি মো রমজান আলী ঢেকনা এলাকার দূরদান্ত আইন অমান্য কারি অসৎ প্রকৃতির, এলাকার লোকজনের সহিত কলহ ও দন্দে লিপ্ত হয়ে মানুষের সাথে মারপিট করায় তার স্বভাব।

এ বিষয়ে রানীশংকেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গুলফামুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন-- জীবন নাশের বিষয়ে থানায় একটা অভিযোগ পাওয়া গেছে ঘটনার সত্যতা যাচাই করে উক্ত আসামিদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্হা নেওয়া হবে বললেও এখনও কোন ব্যবস্থা নেননি |