সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সিরাজগঞ্জের কিংবদন্তি  সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই 

প্রকাশিত হয়েছে- ফেব্রুয়ারি ৫, ২০২৪

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী আর নেই। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সিরাজগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমিনুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে জন্মগ্রহণ করেন এবং শহরের এসএস রোডস্থ নিজ বাসভবনে বসবাস করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য আমিনুল ইসলাম চৌধুরী দৈনিক ইত্তেফাক পত্রিকায় উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ ও বাংলাদেশ টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) বাদ মাগরিব সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা ও গার্ড অব অনার প্রদান শেষে মালশাপাড়া কবরস্থানে তার  দাফন কার্যসম্পন্ন  করা হয়।

এদিকে এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা শোক প্রকাশ করেছেন।