সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সিরাজগঞ্জের ৬ টি আসনে নৌকাকে বিজয়ী করতে ও বিএনপি- জামায়াতের ষড়যন্ত্র রুখতে স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুত 

প্রকাশিত হয়েছে- ডিসেম্বর ৩১, ২০২৩

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ 

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬ টি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত প্রতিটি থানা, পৌর, ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।
পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি জামায়াতের যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যও সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান।
গত শনিবার সন্ধ্যায় সুমন রহমান নিজের দলীয় অফিসে উপস্থিত বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,  ” বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের নিকট অর্থনৈতিক মুক্তি ও টেকসই উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।  ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়ে আবারও সরকার গঠন করলে জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দিবেন”।
উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান আরও বলেন, ” বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ রয়েছে যে, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মী সকল ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে হবে ও তারা যেনো নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।  ভোটকেন্দ্রে বৃদ্ধ- বৃদ্ধা, অসুস্থ বা দুর্ঘটনায় আহত ব্যক্তিরা আসতে পারে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।
৭ জানুয়ারী আসতে আর মাত্র কয়েকদিন আছে।  এই অল্প সময়ে দিন রাত জনসাধারণের নিকট বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সমুহ তুলে ধরে নৌকাকে বিজয়ী করার জন্য ভোট প্রার্থনা করতে হবে।