তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে কম আয়ের মানুষের জন্য মাত্র ২০ টাকায় ইফতার সামগ্রী বিক্রয় করা হচ্ছে। শহরের মুজিব সড়কে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ইফতার সামগ্রী বিক্রয় করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, ছোলা, পিয়াজু, নিমকি, বন্দিয়া, বেগুনীসহ বিভিন্ন প্রকার ইফতারী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি উদ্যোগে এই ইফতার সামগ্রী বিক্রয় করা হয়। তিনি বলেন, এই রমজান মাসে কম আয়ের অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে ভাল ইফতার সামগ্রী দিয়ে পরিবারের লোকজন নিয়ে ইফতার করতে পারে না শুধু তাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাত্র বিশ টাকার বিনিময়ে রিকশা, ভ্যানচালক, কুলি, দিনমুজুরসহ নিন্ম আয়ের মানুষগুলো যেন তাদের পরিবার নিয়ে একটু ভালমত ইফতার করতে পারে। এই চিন্তা থেকে এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে প্রতিদিন ১০০টি প্যাকেট দিয়ে শুরু করা হয়েছে। পরবর্তীতে প্যাকেটের সংখ্যা বাড়বে বলে জানান তিনি।