সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সিরাজগঞ্জে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে- নভেম্বর ১, ২০২৪

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- একই উপজেলার জয়ানপুর গ্রামের শাকিল শেখ (১৯), নায়েব আলী (৪০) ও ঘুড়কা গ্রামের আব্দুর রাজ্জাক (৪২)। অপর আসামি শ্রী অন্তিম দাসকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোহাম্মদ আলী  এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ অক্টোবর রাতে কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়া খাতুনকে নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে যান। পরে সেখান থেকে শ্রী অন্তিম দাস সাইফুলকে ডেকে নিয়ে যান। পরবর্তীতে নিখোঁজ হন সাইফুল। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডাইরি করেন। পুলিশ তদন্ত করে শাকিল সেখকে আটক করে।
সেসময় শাকিল জানান, সাইফুলকে হত্যা করে ঘুড়কা খালে কচুরি পানা দিয়ে ঢেকে রাখা হয়েছে। পরে ১৩ অক্টোবর পুলিশ সাইফুলের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন দেন।