সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সিরাজগঞ্জে ৩৩২ কেজি জাটকা ইলিশ  জব্দ

প্রকাশিত হয়েছে- ফেব্রুয়ারি ২৩, ২০২৪

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরে অভিযান চালিয়ে ৩৩২ কেজি জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার যমুনা নদীর ক্রসবার-৪ এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেন। তিনিজানান, অভিযানে ৩৩২ কেজি জাটকাসহ ১১ জেলেকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অভিযান চলাকালে নদীর তীরে কিছু অবৈধ কারেন্ট জাল পাওয়া যায়। সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। আর জব্দকৃত জাটকা স্থানীয় চারটি এতিমখানায় দেওয়া হয়েছে।অভিযান চলাকালে সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী গোলাম রাব্বি, সিরাজগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।