তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৮ রোগী। এতে গত ১০ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৮ জনে। অপরদিকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫৬৮ জন। আর মারা গেছেন দুজন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির সাংবাদিক দের এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ছয়টি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে ৪৮ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৮ জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল আমীন বলেন, প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তবে এ জেলায় ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে।