তারিকুল আলম, বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মৃত মুক্তিযোদ্ধাদের পরিবার ও সোনামুখী ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ থেকে ২৭৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত দুইশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এরপর বেলা আড়াইটায় সোনামুখী ইউনিয়ন পরিষদ থেকে তিনশ ষাটজন ছিন্নমূল মানুষকে একটি করে কম্বল প্রদান করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন এবং সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান।