তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো: নাজির এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহিদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে বদলি জনিত এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ইসরাত জাহান এর সঞ্চলনায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।অনুষ্ঠানে বিজ্ঞ জেলা ও দায়রা জজ সিরাজগঞ্জে এ তার কর্মকালীন বিভিন্ন মধুর অভিজ্ঞতা বর্ণনা করেন এবং বিচার বিভাগের কার্যক্রমে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক ও তার টিমের ভূয়সী প্রশংসা করেন। জেলা প্রশাসক মহোদয় তার বক্তৃতায় সিরাজগঞ্জের মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে বিদায়ী বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের ন্যায়নিষ্ঠা ও সততার সাথে বিচারকার্য পরিচালনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে সকলেই সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজীকরণে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সমন্বয় ও সহযোগিতার এরকম ধারা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ ও ২, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ বিচারকগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।