সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সিরাজগঞ্জ পাঁচলিয়ায় সবজিবোঝাই  পিকআপে আগুন

প্রকাশিত হয়েছে- নভেম্বর ২৯, ২০২৩

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ মহাসড়কে সবজিবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ায় এ ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ  বিষয়টি নিশ্চিত করেন।ওসি বলেন, ভোরে একটি সবজিবোঝাই পিকআপ রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে পিকআপটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ায় পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।