সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

সিরাজগঞ্জ রায়গঞ্জে সরকারী ভাবে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- ডিসেম্বর ১, ২০২৩

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার  চান্দাইকোনা খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর )

রায়গঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।

রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ  আব্দুল হান্নান খান, চান্দাইকোনা খাদ্য গুদামের পরিদর্শক মোঃ  নুরুল ইসলাম,রায়গঞ্জ  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. নজরুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে.এম রফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা  উপস্থিত ছিলেন ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন- বিধি বহির্ভূত ভাবে ধান ও চাল যারা ক্রয় করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের ঠকিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ধান-চাল সংগ্রহ করে মজুত করে কৃত্রিম সংকট করতে না পারে সে ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ বছর প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩০ টাকা আর চাল সংগ্রহের ক্রয়মূল্য ৪৪ টাকা।চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৪২৮ মেট্রিক টন ও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০৩ মেট্রিক টন।

 

 

 

 

মেইলে ছবি আছে