তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামি হলেন- বগুড়া জেলার শেরপুর থানাধীন আমিনপুর গ্রামের ফজলার রহমানে ছেলে, মো. আবু সাঈদ। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় শনিবার (২৩ মার্চ) রাত ২টা ৪৫ মিনিটে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবু সাঈদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২’র স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খা
ন।