সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৯ নং খুকনী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ভি জি এফ কার্ডের আওতায় ৫৩৬১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলছে। বুধবার (১২ জুন) সকাল থেকে উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদে ভি জি এফ চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণের উদ্বোধন করেন খুকনী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ মুল্লুক চাঁদ এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল আমিন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহাজাতপুর সিরাজগঞ্জ এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে খুকনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুল্লুক চাঁদ বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুদা হবে নিরুদ্দেশ ইনশাআল্লাহ।