রিপোর্টার: বাবুল মাহবুব
বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪.০৪.২৩ শুক্রবার সমিতির হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে আক্তারুজ্জামান বাহাদুর সভাপতি ও মো: আতিকুল হক আতিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান বাবুল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায়, বরগুনা জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ২৬৭ জন এর মধ্যে ২৬১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। আক্তারুজ্জামান বাহাদুর (আ' লীগ) তিনি ভোট পেয়েছেন ১৬১। তার নিকটতম আবদুর রহমান (নান্টু) পেয়েছেন ৯৬ ভোট। অন্যান্য পদ গুলো হলো সহ-সভাপতি মো: মিজানুর রহমান মজনু, মো: মশিউর রহমান (আ'লীগ), মো: মহসিন (বিএনপি), সাধারণ সম্পাদক মো: আতিকুল হক আতিক ( আ'লীগ), যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন (আ'লীগ), নাগির্জ সুলতানা লাকি (বিএনপি), মাহবুবুর রহমান মঈন, গ্রন্থাগার সম্পাদক মো: কবির হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ইসমাইল হোসেন রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা খান নাতাশা, সদস্য ইমরান হোসেন( আ'লীগ) সাইফুল ইসলাম ওয়াসিম (বিএনপি) ও রুহুল ইসলাম হাওলাদার (জাতীয় পার্টি)।
এর আগে একইস্থানে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশন মোস্তাফিজুর রহমান বাবুল জানান, আমরা সুষ্ঠভাবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণের কাজ সম্পন্ন করি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। তিনি আরো বলেন, কার্যকরী কমিটি সার্বক্ষনিক আমাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছেন বলে তিনি এ কথা জানান।