সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

হরিপুরে ৪৫টি ট‍্যাপেন্টাডোল ট্যাবলেটসহ-০১ মাদক কারবারি গ্রেফতার।

প্রকাশিত হয়েছে- ডিসেম্বর ৫, ২০২৩

মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

০৩/১২/২০২৩ ইং রাত্রি ২২:০৫ ঘটিকায়ঠা

কুরগাঁও জেলার হরিপুর উপজেলায় হরিপুর থানাধীন ২নং আমগাঁও ইউপির নন্দগাঁও (গোনাগাছি) গ্রামের মৃত আসের উদ্দিন ও মৃত হামিদা বেগম দ্বয়ের ছেলে মোঃ হাবিবুর রহমান হাবিব (৩৭)কে এর বসতবাড়ির আঙ্গিনা থেকে ৪৫টি ট‍্যাপেন্টাডোল ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় উক্ত ব্যক্তি অবৈধভাবে ৪৫টি ট‍্যাপেন্টাডোল ট্যাবলেট তার নিজের বাসায় হেফাজতে সংরক্ষণ করেছিলেন বিক্রির উদ্দেশ্যে। খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল তদন্ত করেন ও আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করেন। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।হরিপুর থানার মামলা নম্বর -০৩ তারিখ ৪/ ১২/ ২০২৩ ইং ধারা ৩৬/(১) সারণির ২৯(ক)। আসামিকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি এসআই (নিঃ) খাজিম উদ্দিন তদন্ত করিতেছেন।