আজ ২৪ শে অক্টোবর বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে, প্রশাসনের তরফ থেকে চলছে সর্তকতা বার্তা, এবং তার সাথে সাথে মাঝে মধ্যেই ঝিরঝিরে বৃষ্টি ,পাশাপাশি দমকা হাওয়া। বেলা যতো বাড়ছে আবহাওয়া পরিবর্তন ততোই ঘটবে বলে জানানো হয়, সারা এলাকা ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে,হলদিয়া নদী তীরবর্তী এলাকায় চলছে দমকা হাওয়া, হলদিয়া থেকে নন্দীগ্রাম পর্যন্ত যে ফেরিঘাট রয়েছে, আজ ও আগামীকাল ফেরি চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করেছেন প্রশাসনের তরফ থেকে,হলদিয়া সহ সমস্ত এলাকায় প্রশাসনের তরফ থেকে নজরদারী চলছে , এমনকি যাতে কেউ নদীর কাছাকাছি না যান তারা মাইকিং করে সতর্কতা করছেন জনগণের উদ্দেশ্যে। এমনকি নদী ও সমুদ্রের পা ধরে কেউ যাতে না চলাচল করে, তারও সতর্কতা জারি করেছেন। অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তায় মানুষের সমাগম কম চোখে পড়ে।