রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়
আজ ২৩ শে অক্টোবর বুধবার, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, সকাল থেকেই প্রশাসন ও উপকূল রক্ষী বাহিনীর তরফ থেকে মাইকিং করে প্রচার চলছে, মৎস্যজীবীরা যেন কোনোভাবেই সমুদ্রে বা নদীতে মাছ ধরতে না যায়। অবিলম্বে যেন তারা সমুদ্রের পাড়ে ফিরে আসে, এই বার্তা তারা মাইকিং করে বারবার দিতে থাকেন। অন্যদিকে নয়াচর এলাকাতেও প্রশাসনের তরফ থেকে এলাকা বাসীদের সতর্কবার্তা জারি করলেন মাইকিং করে, কোনভাবেই কেউ যেন নদী ও সমুদ্রের ধারে না আসে, এবং ছোট ছোট ছেলে মেয়েদের নিরাপদে রাখেন, প্রশাসনের তরফ থেকে ও উপকূল রক্ষী বাহিনীর তরফ থেকে নজরদারি রাখছেন এলাকায়, এবং মাঝেমধ্যেই মাইকিং করে বারবার এলাকায় সতর্কতা জারি করছেন।। যাহারা নৌকা নিয়ে বেড়েছেন তাদেরকে ডাঙ্গায় ফিরে আসার নির্দেশ দেন।