মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি
“শিশু শ্রম বন্ধ করি-প্রতিশ্রুতি রক্ষা করি”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১২ জুন বুধবার বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় “শিশু শ্রম নিরসন” প্রকল্পের আওতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বর হতে বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। এসময় আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ মাধুরী রায়, উপ-মহা পরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি’র শিশু নিরসন প্রকল্পের প্রকল্প অফিসার রিচার্ড তাপস দাসসহ চাইল্ড লেবার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন কলকারখানা এবং শহরের ওয়েল্ডিং-ওয়ার্কসপের মালিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে একটি সমস্যা হলো ঝুঁকিপূর্ণ শিশুশ্রম। একটি সূত্রে জানা যায় আনুমানিক ৩৪ লাখ শিশু কোন না কোন অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। ১৭ লাখ শিশু জীবিকা নির্বাহের জন্য শ্রমিক হিসেবে কাজ করে। ১২ ভাগ শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। শুধু আইন দিয়ে শিশু শ্রম বন্ধ করা যাবে না-চাই সামাজিক আন্দোলন ও গণসচেতনতা বৃদ্ধি। আসুন সবাই মিলে একসাথে শিশু শ্রম বন্ধ করি।