সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

২২ কেজি ওজনের কাতলা মাছের দাম হাঁকিয়েছেন ১২শত টাকা কেজি

প্রকাশিত হয়েছে- আগস্ট ৩, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় ২২ কেজি ওজনের কাতলা মাছ বিক্রির আশায় শহরের অলিগলিতে ঘুরছেন মাছ বিক্রেতা ফারুক হোসেন। মাছের দাম হাঁকিয়েছেন ১২০০ টাকা কেজি। এতবড় মাছ দেখতে ভির জমিয়েছেন উৎসুক জনতা।

মাছ বিক্রেতা মোঃ ফারুক হোসেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

বিশাল আকৃতির এই মাছ দেখতে আসা জনতা ওয়াহিদ হোসেন বলেন, এতবড় মাছ আগে কখনো দেখিনি। তাই মাছ দেখে এগিয়ে আসলাম।

আরেক জনতা সবুজ খান বলেন, এতবড় মাছ কেনার সামর্থ্য নেই তবে কয়েকজন মিলে ভাগাভাগি করে কিনলে আমিও এক ভাগ নিতাম।

ফারুক হোসেন বলেন, গতরাতে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার পদ্মা নদীর কোল হতে জেলেদের জালে আটকা পড়ে বিশাল আকারের এই কাতলা মাছটি। পরে তারা মাছটি কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপোকগ্রাম মাছের আড়তে উঠালে আমি সেখান থেকে ১০ হাজার টাকায় কিনে আনি।

তিনি আরো বলেন পাংশা শহরে নিয়ে আসার পর বেশ কয়েকজন ক্রেতা প্রতি কেজি ৫০০ থেকে ৭০০ টাকা দাম বলেছেন। তবে আমি মাছটি ১২০০ টাকা কেজি দাম চাচ্ছি ১০০০ হাজার টাকা কেজি দাম পেলে বিক্রি করে দিব।