সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

৩৫৭ জন চাকরিপ্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে মিছিল করলেন ধর্মতলা পর্যন্ত। 

প্রকাশিত হয়েছে- ডিসেম্বর ১৩, ২০২৪

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা পশ্চিমবঙ্গ,

১২ ই ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা শিক্ষিত চাকরী প্রার্থীরা, দ্রুত নিয়োগের দাবীতে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন। সকলেই তারা ২০১৪ এবং ২০১৭ সালে ডি ইএল এড প্রার্থী।

তাহারা বলেন সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে পর্ষদ, সরকার কর্তৃক ৯৫৩৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করার জন্য যে মেধাতালিকা প্রকাশ করেছেন, সেই মেধা তালিকায় আমাদের সকলের অর্থাৎ ৩৫৭ জনেরও নাম নথিভুক্ত আছে।

কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে, কেবলমাত্র আমরা ৩৫৭ জন যারা এখনো নিয়োগপত্র পায়নি।মিছিলে উপস্থিত ছিলেন চাকুরী প্রার্থী খাইরুল আলম খান, পিয়ালী দেবনাথ, বিভাস মুখার্জি, অঙ্কিতা ঢালী সহ‌ অন্যান্যরা। আমরা যারা 5% অর্থাৎ ৩৫৭ জন আমাদের সকলের উদ্যোগ ভীতি একটাই, যে আমরা কবে নিয়োগ পাব, আমাদের নিয়োগপত্র পেতে কত দেরি হবে,

দীর্ঘ সাত থেকে দশ বছর এর অপেক্ষায় আমরা মর্মাহত, শুধু আমরা এখন অপেক্ষা করে আছি ,এই শিক্ষকতা পেশায় নিজেদের নিযুক্ত করার জন্য, আমাদের বয়স ও প্রায় শেষের দিকে ,আমরা এই বঞ্চনার হাত থেকে যেন মুক্তি পায়, স্কুলে গিয়ে শিশুদের গৃহীত শিক্ষা দিয়ে মানুষ করে তুলতে পারি, এটি আমাদের সকলের তরফ থেকে একান্ত অনুরোধ। আমাদের দিকে তাকান।

তাই আজ মিছিলের মধ্য দিয়ে কাতর নিবেদন শুধু আমরা নয় আমাদের পরিবার ও আমাদের সাথে একই রকম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, আমাদের ৩৫৭ জনকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগপত্র দিন ও যন্ত্রণা থেকে মুক্ত করুন।

তাহারা এমনও জানান, আমাদের ৩৫৭ জনকে নিয়োগ দিন, নইলে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিন।, স্লোগানের মধ্য দিয়ে তাদের এই আরজি তুলে ধরেন। মিছিল শান্তিপূর্ণভাবে করলেও ,তাদের মনের ক্ষোভ উপড়ে দিলেন স্লোগানের মধ্য দিয়ে,তাহারা মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে একটাই আবেদন, আর কতদিন অপেক্ষায় থাকবো, ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেন।