সিংড়া প্রতিনিধি ঃসোহাগ হোসেন রিয়াদ।
নাটোর-৩(সিংড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১১৮ টি কেন্দ্রের সুস্থ নিরাপেক্ষ ভোট গ্রহণের পর জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক ঈগল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট।বিজয়ী জুনাইদ আহমেদ পলক বলেন সিংড়া বাসীর ভালবাসার অপর নাম যে জুনাইদ আহমেদ পলক তা ৪ র্থ বারের মত আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি হিসেবে সংসদ সদস্য করে বুঝিয়ে দিলেন। আমি ব্যক্তি পলক সিংড়া বাসীকে কি দিয়েছি তা বড় বিষয় না কিন্তু সিংড়া বাসীর আমাকে যে সম্মান দিয়ে ধরে রেখেছেন তার ঋণ হয় তো আমি শোধ করতে পারব না। তবে চেষ্টা করব সিংড়া বাসীর ভালবাসার মানুষ হয়ে তাদের সুখে দুঃখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে উন্নয়নের দিক এগিয়ে নিতে। আমার সকল পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে সিংড়া তথা পুরো বাংলাদেশের মানুষের হয়ে কাজ করে যেতে চাই। সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিংড়া বাসীর এবং নিজের জন্য দোয়া চেয়ে তার কথা শেষ করেন।