সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

৪ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঈদগাঁও উপজেলা মানবিক টিম

প্রকাশিত হয়েছে- মার্চ ১১, ২০২৪

আবু বক্কর চৌধুরী-ঈদগাঁও প্রতিনিধি

মানবতা তুমি আওয়াজ তুলো সময়ের সাথে, আমরা স্বপ্ন দেখাব তোমাদের নতুন দিগন্তে,পবিত্র রমজান মাসকে সামনে রেখে ঈদগাঁওতে ৫ শতাধিক পরিবারের মাঝে যৌত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঈদগাঁও উপজেলা মানবিক টিম ও মক্কা প্রবাসী মানবিক টিম। রবিবার দুপুর ২ টার দিকে ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা মানবিক টিমের চেয়ারম্যান নাছির উদ্দীন জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি শুভ রঞ্জন চাকমা ও বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও ট্রাফিক জোনের টি.আই. পিয়দর্শী চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুল হক চৌধুরী,প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান আযাদ, এনামুল হক ইসলামাবাদী ও উক্ত সংগঠনের অর্ধশতাধিক নেতৃবৃন্দ। এসময় আগত সাধারণ মানুষদের মাঝে প্রথমে ওসি শুভ রঞ্জন চাকমার হাত দিয়ে এ ইফতার সামগ্রী তুলে দেওয়ার মাধ্য দিয়ে উক্ত অনুষ্টানের সূচনা ঘঠে। এসময় উপজেলা মানবিক টিমের চেয়ারম্যান নাছির উদ্দীন বলেন, প্রতিষ্ঠাকাল থেকে সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে ছিলো ঈদগাঁও মানবিক টিম। এছাড়া আগামীতেও যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষ ও ঈদগাঁও বাসীর দুঃসময়ে পাশে থাকার মত ব্যাক্ত করেন তিনি। পরে হযরত মোহাম্মদ (সঃ) এর দেখানো নিয়মনীতি অনুসারে সকলকে পবিত্র রমজান মাসের রোজা রাখার অনুরোধ জানান ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।