আনোয়ারা প্রতিনিধি
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ পাড়ার পাঁচ শতাধিক দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- গরুর মাংস, পোলাও চাউল, সয়াবিন তেল ও মসলা।
শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ পাড়ায় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুছা তালুকদার নিজ কার্যালয়ের সামনে এই উপহার বিতরণ করেন তিনি। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী।
ইউপি সদস্য মোহাম্মদ মুছা তালুকদার বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের পক্ষে ১১০ জনকে চাউলসহ পাঁচ শতাধিক মানুষকে গরুর মাংস, পোলাও চাল ও সয়াবিন তেল সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কাজে সহযোগিতা করার জন্য ভূমিমন্ত্রীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।