জাবির আহম্মেদ জিহাদ
মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে জীবন গড়ি—এই স্লোগানকে সামনে রেখে মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউটের আয়োজনে জামালপুর জেলার ইসলামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে নেতৃত্ব দেবে মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউট এবং এতে অংশগ্রহণ করবে ১৬টি দল। গত ১ অক্টোবর থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে আব্দুলাহ আল সিনার বলেন, প্রতিযোগিতাটি ইসলামপুর স্টেডিয়াম এবং গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধন হবে ২৫ অক্টোবর, যদিও বিশেষ কারণে সময় কিছুটা পেছাতে পারে। চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার রাখা হয়েছে ৭৫ হাজার টাকা এবং রানার্স আপের জন্য ৫০ হাজার টাকা।ফুটবল খেলার কমিটির প্রধান আহাব্বায়ক নাবিল বলেন, “মোস্তফা আল মাহমুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আমাদের অঞ্চলের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে।”
অংশগ্রহণকারী দলের নামগুলো হলো:
– ইসলামপুর ফুটবল একাডেমী
– ইসলামপুর পৌরসভা
– হাফিজ পাঠাগার ফুটবল একাডেমী
– সেভেন ব্রাদার স্পোর্টিং ক্লাব
– ১ নম্বর কুলকান্দি ফুটবল একাদশ
– বেলগাছা ফুটবল একাদশ
– চিনাডুলী ইউনিয়ন ফুটবল একাডেমী
– ইসলামপুর ফুটবল একাদশ
– ৭ নম্বর পার্থশী ফুটবল একাদশ
– ৮ নম্বর পলবন্দা ফুটবল একাদশ
– গোয়ালের চর ফুটবল একাডেমি
– ১১ নম্বর চরপুটিমারি ফুটবল একাদশ
– ১২ নম্বর চর গোয়ালিনী একাদশ
– মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউট একাদশ
প্রত্যেকটি দলের খেলোয়াড়রা তাদের সেরাটা দিতে প্রস্তুত, আর দর্শকদের জন্য অপেক্ষা করছে উত্তেজনাপূর্ণ ম্যাচের অভিজ্ঞতা। মোস্তফা ফ্রিলান্সিং ইনস্টিটিউট আশাবাদী যে, এই টুর্নামেন্ট স্থানীয় যুবকদের মধ্যে প্রতিযোগিতা এবং খেলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।