মোহাম্মদ কায়সার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে নন্দাখালী ৩ নংওয়ার্ডের অসহায় সুলতান আহমদের ৮০, শতক জমির ধান কেটে ঘরে তুলে দিলেন কৃষক দলের নেতৃবৃন্দরা। ৭,ই ডিসেম্বর শনিবার সকাল দশটার দিকে এই আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন,হালিমুর রহমান মিয়াজী আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দল রামু
উপজেলা,আনোয়ারুল হক সিকদার সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল রামু উপজেলা,
সৈয়দ করিম সভাপতি কৃষক দল জোয়রিয়ানালা ইউনিয়ন। মনজুর আলম সাধারণ সম্পাদক, মমতাজ আহমদ সিনিয়র সহ-সভাপতি, বেলাল আহমদ সাংগঠনিক সম্পাদক, শাহাজাহান সহসভাপতি, আব্বাস উদ্দিন যুগ্ন সহ-সম্পাদক, মনজুর আলম সহ-সভাপতি মোহাম্মদ হাসান সহ-সভাপতি। আরো উপস্থিত ছিলেন, সৈয়দুল হক,এরফানউল হক, মমতাজ আহমেদ, মোঃ হাশেম, মোঃ হাফেজ আবু তাহের আব্দুস সামাদ মোহাম্মদ হোসেন মিন্টু, আব্দুল করিম,ছুরুত আলম, আবুল হোসাইন, মোঃ বাবুল, মোহাম্মদ কালুসহ আরো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়ে এই ধান কাটার কাজটি সম্পন্ন করেন। এ সময় তারা বলেন,রামু জোয়ারিয়ানালা কৃষক দলের পক্ষ থেকে ধান কাটা শুরু করেছি এবং এটি অব্যাহত থাকবে অসহায় সুলতানা আহাম্মদ একজন কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিয়েছি সুতরাং রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কষ্ট ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নিয়েছি সুতরাং এটি চলমান থাকবে।