আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকালাই বীজ ব্যবহারের মাধ্যমে ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ সেপ্টম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০ টি ইউনিয়নের ৪০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ এবং ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।
2 বার পঠিত , 1 আজকের পাঠক