আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৫১ বছর। ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ, পাংশা উপজেলা শাখার কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাকিম রুমী ও সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী সরদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটা এবং দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।