আনোয়ারা প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে আনোয়ারা-কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, সোলায়মান তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, নোয়াব আলী, শাহাব উদ্দীন, রঘুপতি সেন, দক্ষিণ জেলা স্বেচ্চাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকাত ওসমান, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, এম এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব ও কলিম উদ্দীনসহ প্রমুখ।