রিয়াজ উদ্দীন রিয়াদ কক্সবাজার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও তথা কক্সবাজার-০৩ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগের টানা ৪র্থ বার মনোনয়ন পেলেন বর্তমান সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।রোববার মনোনয়ন ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীরা উপজেলার বাস স্টেশনে গরু বাজার থেকে আনন্দ র্যালি শুরু করে ও মিষ্টি মুখ করান।আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর আগে ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি রবিবার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তিদের নাম ঘোষনা করেন।কক্সবাজার-০৩ আসনে বর্তমান সাংসদ কমলের মনোনয়ন প্রাপ্তিতে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে ঈদগাঁওতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়।মিছিলে ঈদগাঁও উপজেলাধীন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।আনন্দ মিছিলটি ঈদগাঁও গরু বাজার মহাসড়ক থেকে শুরু হয়ে বাস স্টেশন ও পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে আলমাছিয়া সড়ক হয়ে গরুর বাজারে এসেই শেষ হয়। আনন্দ মিছিলে দলীয় নেতা কর্মী ও হাজার হাজার সাধারন মানুষ স্বতপূর্তভাবে অংশগ্রহন করেন। মিছিল শেষে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরন করা হয়।