২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন দুপুর থেকে রাতের মধ্যে কক্সবাজার জেলায় দুই হত্যাকাণ্ড সহ চার অপমৃত্যুর ঘটনা ঘটে। চকরিয়া, রামু ও সদর উপজেলায় পৃথকভাবে ঘটনা গুলো ঘটে। সর্বশেষ রাত দশটার দিকে কক্সবাজার পৌর শহরের দক্ষিণ রোমালিয়ার ছড়ার চেয়ারম্যানঘাটা নামক স্থানে নিজ বাড়ি থেকে রিনা আক্তার নামের গৃহকর্তীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিনা আক্তার স্থানীয় আবু নাছের সিদ্দিকীর স্ত্রী। তারাবির নামাযের সময় হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে জানায় স্থানীয়রা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু জানান হাফেজ নাসেরের স্ত্রীকে হত্যা ও বাড়িতে স্বর্ণালংকার সহ টাকাপয়সা লুটপাটের ঘটনা শুনে নিহতের বাড়িতে এসেছেন। এর আগে রাত ৮টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বদু পাড়া নামক স্থানে নাজিম মৌওলা প্রকাশ ছায়া নামের এক ব্যাক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাজিম মৌওলা ছায়া নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বলে জানা যায়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো.সাইফুল আলাম বলেন, সাহেদের ঘটনাটি অধিকতর তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটক করে পুলিশ অভিযান চালাচ্ছে। বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ সালাম বাসের ধাক্কায় অজ্ঞাত মহিলার মৃত্যু হয়, এখনো পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরে স্থানীয়রা তাৎক্ষণিক মহিলাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুর ২ টার দিকে চকরিয়ায় ধান ক্ষেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক বেলাল উদ্দীন (৫৫) এসময় কামাল হোসেন (৪৫) নামের অপর কৃষক আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজের ধান ক্ষেতে আগাছা পরিষ্কার করার সময় হঠাৎ দলছুট একটি বন্য হাতি অতর্কিত হামলা চালিয়ে বেলাল উদ্দীন কে শুড় দিয়ে ধরে পায়ের নিছে পৃষ্ট করলে এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।