বুধবার ১২জুন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার কক্সবাজার জেলা কোর্ট প্রতিনিধি রায়হান উদ্দিন এর ৩০ তম জন্মদিন উপলক্ষে কক্সবাজার শহরের অভিজাত রেস্টুরেন্ট পিৎজ্জা প্লেসে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। এসময় কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও আইনজীবী সহকারীগন অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক গণসংযোগ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শামসুল আলম শ্রাবণ সদর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দু শুক্কুর,দৈনিক গণসংযোগ পত্রিকার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নোমান, সদর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শায়েক আহমেদের ,জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি এ,আর মোবারক হোসেন, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ইকবাল চৌধুরী, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার আবছার কামাল,চট্টগ্রাম বঙ্গবন্ধু ‘ল’ টেম্পল কলেজ এসোসিয়েশন’র সাবেক সাধারণ সম্পাদক করিম উল্লাহ। কক্সবাজার জেলা আইনজীবী সহকারী বাপ্পী,মোঃ লুৎফর রহমান,বুলবুল সহ প্রমুখ। সাংবাদিক রায়হান উদ্দিন জন্মদিনে এমন জমকালো অনুষ্ঠানের আয়োজন দেখে তিনি বলেন আমাকে যে আমার সহকর্মীরা এতো ভালোবাসে তা আমার আগে জানা ছিলোনা। আজকে আমার ৩০ তম জন্মদিনে যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এসময় রায়হান উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীদের উদেশ্যে বলেন আপনারা আমার সহকর্মী। আগামীদিনে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।