কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের মো:শাহাবুদ্দীন মিয়া(২৩)কে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টায় তিতার পাড়া গ্রামের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নিহত মো: শাহাবুদ্দীন মিয়ার বড় ভাই জানান, আমার ভাই একজন ব্যবসায়ী। তার আয় নিয়ে কোনো মতে জীবনযাপন করতাম। ঘটনার দিন(৩০ নভেম্বর)আমার ভাই ও স্থানীয় ভালোবাসা গ্রামের ওবাইদুল কাদেরের মধ্যে আর্থিক লেনদেনের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার ভাই মো:শাহাবুদ্দীন মিয়া কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আহত মো:শাহাবুদ্দীন মিয়াকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। মো:শাহাবুদ্দীন মিয়ার বড় ভাই আনছার উল্লাহ বলেন আমার ভাইকে নির্মমভাবে কুপিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এখন খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে আমাদের। হত্যাকারীর ফাঁসি এবং জড়িত সকল আসামিদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক ইদ্রিস সিকদার,আবুল ফজল,ইমাদ সিকদার,সালাউদ্দিন বাবু বক্তারা এ সময় হত্যাকাণ্ডের মূল আসামি কলিমউল্লাহ সহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উল্লেখ আনছার উল্লাহ (৩৫) নিহত মো:শাহাবুদ্দীন মিয়ার বড় ভাই হত্যার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে রামু থানায় হত্যা মামলা দায়ের করে।