মো: রাসেল (২৮) নামে এক যুবকের মরদেহ নিখোঁজের একদিন পর খাকদন নদী হতে উদ্ধার করা হয়।
বরগুনা সদর চরকলোনি টাউন হল রোড, ১নং ওয়ার্ড মৃত: সেকান্দার হাজীর সন্তান ছিলেন রাসেল। গত (১৮)ই মে বিকেল বেলা নদীতে মাছ ধরতে যায় রাসেল। রাত গভীর হলে বাসার লোকজন রাসেলকে খোঁজখবর নিতে শুরু করে। সন্ধান না পাওয়ায় পরের দিন সকাল বেলা ফায়ার সার্ভিসের টিম দীর্ঘ কয়েক ঘন্টা অভিযান চালালেও কার্যক্রমে ব্যাহত হয়, তারপর কিছু সময় পর রাসেলের মরদেহ নদীতে ভেসে ওঠে। সে সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ফায়ার সার্ভিস ও এলাকার লোকজনের সমন্বয় ওই সময় মরদেহ বরগুনা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্বজনদের বিবৃতিতে জানা যায়, এই রাসেলের পূর্ব থেকে মৃগী রোগ ছিল এই রোগে তার মৃত্যু হতে পারে। রাসেলের বিয়ের বয়স প্রায় আট মাস। মাছ শিকার করা ছিল তার শখ। তবে বাসার লোকজন সেদিন নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করেন কিন্তু সে কর্ণপাত করেনি। স্বজনরা আরো জানান, তার এ অস্বাভাবিক মৃত্যু রহস্য কারো প্রতি কোন অভিযোগ নেই।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহমেদ জানান, এটি আসলেই খুব দুঃখজনক। রাসেলের এই মৃত্যুর কারণ অন্য কারো প্রতি ক্ষোভ বা অভিযোগ না থাকার কারণে প্রশাসনিকভাবে তার ময়না তদন্ত না হয়ে দাফন কার্য সম্পন্ন হয়।